বারুইপুর পুলিশ জেলার পক্ষ থেকে কুলতলী থানার ব্যবস্থাপনায় কুন্দখালী গোদাবর অঞ্চলের একাধিক এলাকায়, বাল্যবিবাহ রুখতে মাইকিং করেন কুলতলী থানার একাধিক পুলিশ কর্মীরা এবং এলাকার মহিলারা। সেই চিত্র আপনারা দেখছেন আমাদের প্রতিনিধির ক্যামেরা থেকে।
কুলতলি: বারুইপুর পুলিশ জেলার উদ্যোগে কুলতলিতে বাল্যবিবাহ রুখতে মাইকিং - Kultali News