চণ্ডীতলা ২: হুগলির চন্ডীতলায় এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার একাধিক বাইক স্কুটি, টোটো, সোনা ও রুপোর গহনা, ক্যাশ, মোবাইল ফোন
রবিবার হুগলির চন্ডীতলা সাংবাদিক বৈঠকে এসডিপিও তমাল সরকার। প্রসঙ্গত ১৩ই সেপ্টেম্বর রাতে বিশেষ সূত্র মারফত খবর পেয়ে হুগলির চন্ডীতলা থানার পুলিশের বিশেষ অভিযানে বিরাট সাফল্য। হুগলির বড়িঝহাতি বাঁশ বাগান এলাকায় চাঁদ বাবু শেখ নামক একটি ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার ৭টি বাইক, ১টি স্কুটি, ১টি টোটো, ১২ গ্রাম সোনার গহনা ও ১২৫ গ্রাম রুপোর গহনা, ১ লক্ষ ৭২ হাজার টাকা ক্যাশ এবং ৬টি মোবাইল ফোন। চাঁদ বাবু শেখ এখন ১৪ দিনের পুলিশি কাস্টডিতে।