হাড়োয়া: মোটা আল এলাকায় মোটরবাইক দূর্ঘটনায় গুরুতর আহত গৃহবধূকে রেফার করলেন চিকিৎসক
হাড়োয়া ব্লকের মোটা আল এলাকায় বুধবার রাত আটটা নাগাদ মোটরবাইক দূর্ঘটনায় গুরুতর আহত হলেন বছর ৩৬ এক গৃহবধূ। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসেন হাড়োয়া গ্ৰামীণ হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে অনত্র রেফার করেন চিকিৎসক। স্থানীয় সূত্রে খবর এদিন রাতে মোটা আল এলাকায় মোটরবাইক থেকে পড়ে গিয়ে তার মাথায় এবং শরীরের একাধিক যায়গায় গুরুতর আঘাত লাগে।