বর্ধমান ১: বঁটির কোপে স্ত্রীকে মেরে ফেলার চেষ্টার অভিযোগে মণিয়ারি গ্রাম থেকে এক যুবককে গ্রেপ্তার করলো মাধবডিহি থানার পুলিশ
ধৃতের নাম শ্রীমন্ত দাস। মাধবডিহি থানার মণিয়ারি গ্রামে তার বাড়ি। সোমবার সকালে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে এদিনই বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ১৮ অক্টোবর ধৃতকে ফের আদালতে পেশের নিের্দশ দিয়েছেন ভারপ্রাপ্ত সিজেএম। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাধবডিহি থানার কুলপুকুর গ্রামের বাসিন্দা শঙ্কর দাসের মেয়ে কাকলির সঙ্গে শ্রীমন্তর বিয়ে হয়। তাদের দু’টি ছেলে রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকে কাকলির উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে