বর্ধমান ১: এখন আর দেখা মিলছে না বর্ধমানের কাছারী রোডে দুই ধারে লাইন দিয়ে বসে থাকা টাইপিস্টদের,কিন্তু কেন
ছবি।সেই একই জায়গাতে বসে থাকেন টাইপিস্টরা,কাছারী রোডে জমে ভীড়ও কিন্তু আর সেই ভীড় নেই টাইপিস্টদের কাছে,চেনা ছবিটা যেন আজ অচেনা হয়ে উঠেছে।কোন রকমে কাজ করে চলে সংসার। আগে যেখানে দিনে রোজগার ছিল প্রায় ১০০০ টাকা এখন সেটা হয়ে দাঁড়িয়েছে ১০০ টাকা। তাও হয় না কোন কোন দিন।টাইপিস্টরা বলেন,কেউ ৩০ বছর কেউ বা তার থেকেও বেশী সময় ধরে এখানে টাইপের কাজ করছে।আগে খাবার সময় পাওয়া যেতনা কিন্তু এখন কাজের সংখ্যা খুবই কম। কমেছে টাইপিস্টের সংখ্যাও। তারপর সব পুরনো মেশিন