গোসাবা: গোসাবার লাহিড়ীপুরে, অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে SIR এর বিরোধিতায় বাইক মিছিলের আয়োজন করা হলো, উপস্থিত ব্লক কনভেনার
দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত লাহিরিপুরে, লাহিরিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে SIR এর বিরোধিতায় বাইক মিছিলের আয়োজন করা হলো শুক্রবার বিকালে। উপস্থিত ছিলেন গোসাবা ব্লক তৃণমূল কনভেনার অনিমেষ মন্ডল,লাহিরিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিকাশ মণ্ডল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রবীর মণ্ডল সহ অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কর্মী সমর্থকরা , লাহিড়িপুর গ্রাম পঞ্চায়েতের লাক্সবাগান থেকে টিপলি ঘেরি পর্যন্ত বাইক মিছিল হয়।