পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের ভাইস চেয়ারপার্সনের দায়িত্ব দেওয়া হল জন বারলাকে। রাজ্য সরকার ইতিমধ্যে নোটিফিকেশন জারি করে তাকে দায়িত্ব দেওয়ার ঘোষণা করেছে। উল্লেখ্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছিলেন চা বলয়ের অন্যতম প্রধান নেতা জন বারলা। যদিও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জনকে তৃণমূল কিংবা রাজ্য সরকারের কোন গুরুত্বপূর্ণ পদ এতদিন পর্যন্ত না দেওয়াতে গুঞ্জন উঠছিল। বিধানসভা নির্বাচনের আগে এবার ফের জনকে গুরুত্বপূর্ণ পদে আনা হল।