এগরা ১: কুমিরদা আনন্দ সংঘের মাইক বাজেয়াপ্তকে কেন্দ্র করে পথ অবরোধ,ঘটনাস্থলে পুলিশ
পূর্ব মেদিনীপুর জেলার কুমিরদা আনন্দ সংঘের কালী পুজো উপলক্ষে মাইক বাজানোকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়ালো,পুলিশ ক্লাবের পুজোর মাইক সেট বাজেয়াপ্ত করে , গ্রামবাসীদের অভিযোগ গ্রামে কুড়িটি পূজো মণ্ডপে মাইক বাজলেও শুধুমাত্র আনন্দ সঙ্গে র ক্লাবের মাইক বাজেয়াপ্ত করেছে এতে ক্ষোভেফেটে পড়ে গ্রামবাসীরা গ্রামবাসীরা পথ অবরোধ করে.দীর্ঘ সময় অবরোধ চলার পর.পুলিশের আশ্বাসে পথ অবরোধ উঠে যায়.