তেলিয়ামুড়া: তেলিয়ামুড়া ব্লকের অন্তর্গত সমস্ত পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদেরকে নিয়ে বৈঠক করে ব্লক অফিসের কনফারেন্স হলে বিধায়িকা
মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় তেলিয়ামুড়া ব্লক অফিসের কনফারেন্স হলে তেলিয়ামুড়া ব্লকের অন্তর্গত সমস্ত পঞ্চায়েতের প্রধান উপপ্রধানদেরকে নিয়ে বৈঠক করে বিধায়িকা শ্রীমতি কল্যাণী সাহা রায় মহোদয়া ব্লক অফিসে। বিধায়িকা ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া ব্লকের ভিডিও বিপ্লব আচার্য্য সহ অন্যান্যরা।