সিউড়ি ১: তিলপাড়া ব্যারেজের ওপর দিয়ে যান চলাচল প্রসঙ্গে বড় ঘোষণা করলেন বীরভূম জেলার জেলাশাসক
Suri 1, Birbhum | Sep 16, 2025 তিলপাড়া ব্যারেজের ওপর দিয়ে এবার সব সময়ের জন্য বাস, ছোট গাড়ি ও ফাঁকা লরি বা ডাম্পার যাতায়াত করতে পারবে। মঙ্গলবার দিন রাত্রিবেলা জেলা শাসক সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমস্তটাই জানিয়েছে।