দেগঙ্গা: দেগঙ্গা ব্লকের বেলপুর গ্রামে শুরু হলো ষোল দলের নকআউট ফুটবল প্রতিযোগিতা
দেগঙ্গা ব্লকের বেলপুর যুবক সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হচ্ছে ১৬ দলীয় দিনে রাতের নকআউট ফুটবল প্রতিযোগিতা। মঙ্গলবার সন্ধ্যা পাঁচটা নাগাদ বেলপুর ফুটবল মাঠে প্রতিযোগিতার সূচনা করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াবিদ ও সমাজসেবী ইসমাইল সরদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী কাশেম আলী, রমজান আলী, অশোক মন্ডল সহ অন্যান্যরা। ইসমাইল সরদার বলেন খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার চরিত্র গঠন করে। সবকিছু কাজ করুন শরীরচর্চাকে বাদ না দিয়ে।