মেখলিগঞ্জ: উন্মুক্ত সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা, প্রতিবাদে বনগ্রাম এলাকার এক যুবককে ধরে মারধর করে বাংলাদেশী দুস্কৃতিরা
উন্মুক্ত সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা বাংলাদেশি দুষ্কৃতীদের, প্রতিবাদ করতেই সীমান্ত গ্রামের এক যুবককে মারধর করে বাংলাদেশী চোরা চালানকারীরা। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ বেরুবাড়ী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বনগ্রাম এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ভারত বাংলাদেশ সীমান্তে। ঘটনার খবর পেয়ে এলাকায় হাজির হয় মানিকগঞ্জ পুলিশ ফাঁড়ির পুলিশ কর্মী ও সীমান্তরক্ষী বাহিনীর ১৩০নং ব্যাটেলিয়ানের জওয়ানরা।