মন্তেশ্বর: বাঘাসনে লাউ গাছ নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে অশান্তি, মারপিট আহত একাধিক
শনিবার সকাল ৯ টা নাগাদ পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অধীনে বাঘাসনে লাউ গাছ নিয়ে দুই প্রতিবেশীর মধ্যে অশান্তি, মারপিট। এই ঘটনায় উভপক্ষের কয়েকজন আহত হয়। স্থানীয়রা দেখতে পেয়ে বচসা থামিয়ে তাঁদের মন্তেশ্বর হাসপাতালে পাঠায়। জানা যায় বাড়ির পাশে একটি লাউ গাছ কাটাকে কেন্দ্র করে এই ঝগড়া অশান্তি। আরও জানা যায় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে মন্তেশ্বর থানায় অভিযোগ করবে। শুনবো কী বললেন তারা।