পূর্বস্থলী ১: কাজের সময় লরির ধাক্কায় রাজমিস্ত্রির মৃত্যু, উত্তর শ্রীরামপুর মুসলিম পাড়ায় দেহ ফিরতেই এলাকায় কান্নার রোল
পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত উত্তর শ্রীরামপুর মুসলিম পাড়া শোকস্তব্ধ রবিবারের দুর্ঘটনায়। মৃত রাজমিস্ত্রির নাম রশিদ আলি শেখ।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই রবিবার সকালে রশিদ আলি রাজমিস্ত্রির কাজে বেরিয়েছিলেন। তিনি কাজ করছিলেন সমুদ্রগড় পঞ্চায়েতের সাধুর আশ্রম এলাকায়। দুপুরবেলায় কাজের সময় হঠাৎই একটি লরি দ্রুতগতিতে এসে তাঁকে সজোরে ধাক্কা মারে।