নওদা: সাকোয়া মিস্ত্রীপাড়ায় স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর খুশিতে দুধ ঢেলে স্নান যুবকের!
ডিভোর্সের পর খুশিতে দুধ ঢেলে স্নান যুবকের! বাংলায় প্রবাদ আছে— ঝড় থেমে গেলে যেমন সূর্য ওঠে, তেমনি অশান্তি কাটলেই জেগে ওঠে শান্তি। রবিবার রাতে ঠিক এমনই দৃশ্য দেখা গেল মুর্শিদাবাদের নওদা থানার সাঁকোয়া মিস্ত্রীপাড়ায়। স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর এমন আনন্দে মেতেছেন এক যুবক, যেন তার জীবনের বোঝা হালকা হয়ে গেছে মুহূর্তেই। ওই যুবকের নাম জামরুল সেখ। কয়েক বছর আগে নওদারই এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি। কিন্তু বিয়ের পর থেকেই সংসারে নেমে আসে