বলরামপুর: করমা গ্রামে স্ত্রী কে খুঁন স্বামীর,বাড়িতে আগুন লাগিয়ে প্রমান লোপাটের চেষ্টা,গ্রেফতার স্বামীকে আজই আদালতে পেশ
স্ত্রীকে খুঁন করে,বাড়িতে অগ্নিকাণ্ড ঘটিয়ে প্রমান লোপাটের চেষ্টা স্বামীর, ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করলো বলরামপুর থানার পুলিশ। মৃত মহিলার নাম মাধুরী মোদক বয়স আনুমানিক পঞ্চাশ বছর বাড়ি বলরামপুর থানার করমা গ্রামে।