ভরতপুর ১: ‘তদন্তে গতি নেই, ন্যায় কোথায়?’ সোহনা কাণ্ডে পুলিশকে নিশানা অধীরের
মুর্শিদাবাদের ভরতপুরে নিহত সোহানার পরিবারের সঙ্গে দেখা করলেন বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। প্রসঙ্গত, সৈয়দকুলুট গ্রামে তিন দিন নিখোঁজ থাকার পর গ্রামের মাঠ থেকে দেহ উদ্ধার হয় সোহানা খাতুনের। সেদিনের মর্মান্তিক ঘটনার কথা ভুলেনি পরিবার সহ গ্রামের কেউই। আর এই শোকের আবহেই মঙ্গলবার বিকেলে সৈয়দকুলুট গ্রামে পৌঁছান অধীর রঞ্জন চৌধুরী। তিনি নিহত সোহানার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান।