শীতের শুরুতেই ফের সক্রিয় হয়ে উঠেছে সীমান্তবর্তী এলাকায় গরু পাচার চক্র। ঘন কুয়াশাকে হাতিয়ার করে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচারের রমরমা ব্যবসা চলার অভিযোগে তৎপর পুলিশ। রবিবার রাতে কুচলিবাড়ি থানার অন্তর্গত ১০৮ ছোট কুচলিবাড়ি গ্রামে অভিযান চালিয়ে পাঁচটি গরু উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এমডি মোজ্জামেল হক নামে স্থানীয় এক যুবককে গ্রেফতার করা হয়েছে।