হাড়োয়া: বাসাবাটি এলাকায় জেলা তৃণমূল কিষাণ ও ক্ষেত মজুর কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল কৃষক সম্মেলন
মঙ্গলবার সকাল এগারোটা থেকে হাড়োয়া ব্লকের বাসাবাটি এলাকায় তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলা কিষাণ ও ক্ষেত মজুর কমিটি'র আয়োজনে অনুষ্ঠিত হল কৃষক সম্মেলন,সম্মেলন উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। সম্মেলনে দক্ষিণ বঙ্গের বেশ কয়েকটি জেলার প্রতিনিধি অংশগ্রহণ করেন।উপস্থিত ছিলেন রাজ্য কিষাণ ও ক্ষেত মজুর সেলের সভাপতি পূর্নেন্দূ বসু,দোলা সেন,জয় প্রকাশ মজুমদার, শ্রীকান্ত মাহাতো,বুরাহনুল মোকাদ্দেম,সরোজ ব্যানার্জী,এ টি এম আব্দুল্লাহ তরিকুল আলম সহ অন্যান্য নেতৃত্ব