গোসাবা: বালি ২ নং GP এলাকার নাবালিকা মেয়েকে ধর্ষণের চেষ্টর অভিযোগে প্রতিবেশী ব্যক্তিকে গ্রেফতার করে কোর্টে পেশ করলো পুলিশ
গোসোবা থানার অন্তর্গত বালি ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এক প্রতিবেশী নাবালিকা মেয়েকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে শুক্রবার গভীর রাতে।পুলিশ সূত্রে খবর স্থানীয় একটি মেলা থেকে বালি ২ নং GP এলাকার এক নাবালিকা যখন বাড়ি ফিরছিলো শুক্রবার রাতে সেই সময় প্রতিবেশী এক ব্যক্তি ওই নাবালিকাকে জোর করে হাত ধরে রাস্তার পাশে একটি জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টা করে। তখন ওই নাবালিকা চিৎকার করলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে গ্রেফতার হয় অভিযুক্ত প্রতিবেশী ।