মেমারি ১: দুর্ঘটনা না খুন? মেমারিতে নিয়ন্ত্রণ হারিয়ে চার চাকা পুকুরে, স্বামী বেঁচে গেলেন,
স্ত্রীর দেহ উদ্ধার পুকুর থেকে
শুক্রবার গভীর রাতে পূর্ব বর্ধমান জেলার মেমারি গোপ গন্তার ১ অঞ্চলের ঘোষ গ্রামে শঙ্করপুর কালনা রোডের ধারে একটি পুকুর থেকে এক মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। মৃত মহিলার নাম আসমাতারা খাতুন বিবি। বয়স আনুমানিক ৩৫ বছর। দেহ উদ্ধার করে মেমারি হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত ডাক্তার মৃত ঘোষনা করে।