ছাতনা থানার নতুন আইসি হিসেবে দায়িত্ব নিলেন বিপুল পাল। এই উপলক্ষে ছাতনা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত ছিলেন জেলা যুব সহ-সভাপতি শম্ভুনাথ দেওঘরিয়া, সহকারী সভাধিপতি পরিতোষ কিস্কু, সহ-সভাপতি মাধব ব্যানার্জী, প্রাক্তন সভাপতি পরেমেশ্বর কুন্ডু, গৌরাঙ্গ রক্ষিত, মধু সাইনি, বাপ্পা মিত্র, শান্তনু কুন্ডু, অমল খাঁ ও টিএমসিপি সভাপতি শুভদীপ চ্যাটার্জি।