হবিবপুর: নবান্ন উৎসব উপলক্ষে দীর্ঘ বহু বছরের ধর্মীয় ঐতিহ্য-পরম্পরা মেনে এবারও মানিকোড়া কালীমাতার পুজোয় ব্রতী হলেন গ্রামবাসীরা
নবান্ন উৎসব উপলক্ষে দীর্ঘ বহু বছরের ধর্মীয় ঐতিহ্য-পরম্পরা মেনে এবারও হবিবপুর ব্লকের মানিকোড়া কালীমাতার পুজোয় ব্রতী হলেন গ্রামবাসীরা। মঙ্গলবার সকাল ১০ টা থেকে পুজো শুরু হয়, এদিন মানিকোড়া কালীমাতার মন্দিরে মহা ধুমধামে নবান্ন পুজো অনুষ্ঠিত হয়। পুজোয় উপস্থিত হন মানিকোড়া এলাকার আশপাশের এলাকার গ্রামবাসীরা