এগরা ১: জমি জট কাটিয়ে এগরায় তৈরি হবে মহাকুমা আদালত, আদালত তৈরির জমি পূর্ত দপ্তরকে হস্তান্তর করলো এগরা পুরসভা
জমিদার কাটিয়ে এগরায় তৈরি হবে আদালত আদালত তৈরির জমি পূর্ত দপ্তরকে হস্তান্তর করলো এগরা পুরসভা। দেড় দশকেরও বেশি আগে মহকুমা তৈরি হয়েছিল এই রাতে। কিন্তু ফৌজদারি ও দেওয়ানি মামলার জন্য ছুটি যেতে হতো কাকি আদালতে |ভগবানপুর পটাশপুর এগরা থানার মোট পাঁচটি ব্লকের ৪২টি গ্রাম পঞ্চায়েত ও এগরা পৌরসভা নিয়ে তৈরি হয় মহকুমা কিন্তু মামলার কাজে যেতে হতো কাঁথিতে জমি জট কাটিয়ে প্রায় তে এবার তৈরি হবে মহকুমা আদালত খুশি এলাকাবাসীরা |