কোতুলপুর: দিল্লির বিস্ফোরণের পর কোতুলপুরে রাতভর নাকা চেকিং পুলিশের
*দিল্লির বিস্ফোরণের পর কোতুলপুরে রাতভর নাকা চেকিং* *কোতুলপুর:-বাঁকুড়া*:-দিল্লিতে বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে বাড়তি সতর্কতার অংশ হিসেবে কোতুলপুর থানার পক্ষ থেকে রাতভর নাকা চেকিং চালানো হয়। বাঁকুড়া ও হুগলি জেলার সংযোগস্থল কোতুলপুরের নেতাজি মোড়ে এই বিশেষ অভিযান পরিচালনা করে কোতুলপুর থানার পুলিশ। থানার ভারপ্রাপ্ত আধিকারিক স্বয়ং উপস্থিত থেকে তল্লাশির তদারকি করেন। রাতভর চলে এই নাকা চেকিং, যেখানে প্রতিটি গাড়ি থামিয়ে গাড়ির কাগজপত্র, যাত্রী এবং মালপত্র প