রংলী রংলীয়ত: মহাবীর জয়ন্তির দিন তিস্তা ভ্যালি এলাকায় ৬ ফিট উচ্চতার হনুমান মূর্তির উন্মোচন করা হলো
মহাবীর জয়ন্তির দিন তিস্তা ভ্যালি এলাকায় আনুষ্ঠানিকভাবে পুজোরচনা করে ৬ ফিট উচ্চতার হনুমান মূর্তির উন্মোচন করা হলো। মঙ্গলবার বিকেল চারটে নাগাদ পূজা অর্চনা করে এই মূর্তির উন্মোচন করেন রংলি রংলিয়ট গ্রাম পঞ্চায়েতের প্রধান এস বি সুব্বা। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় এলাকাবাসীরা।