ভাতার: ভাতারের কাপশোড় গ্রামের এক ব্যক্তি স্মার্টফোন কুড়ি পেয়ে ফিরিয়ে দিল প্রকৃত মালিককে, ফোন ফিরে পেয়ে খুশি ওই ব্যক্তি
ভাতারের কাপশোড় গ্রামের এক ব্যক্তি স্মার্টফোন কুড়ি পেয়ে ফিরিয়ে দিল প্রকৃত মালিককে। ফোন ফিরে পেয়ে খুশি কুলচণ্ডা গ্রামের ওই মহিলা। সোমবার ছটা দশ মিনিটে তুলে দেয়া হলো সেই ফোন। ভাতার বাজারের কামারপাড়া মোড়ের কাছে সোমবার দুপুরবেলায় ভাতারের কাপশোড় গ্রামের বাসিন্দা লাল্টু শেখ একটি স্মার্ট ফোন উড়িয়া পান। তিনি ঠিক করেন মোবাইল ফোনটি ভাতার থানায় জমা করবেন।