ছাতনা: ছাতনায় বাম সংগঠনগুলির ৯ দফা দাবিতে গণডেপুটেশন কর্মসূচি
বামপন্থী বিভিন্ন গণসংগঠনের ডাকে ৯ দফা দাবিতে বৃহস্পতিবার ছাতনা বিডিও অফিসে গণডেপুটেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। দুপুরে মিছিল করে সংগঠনের সদস্যরা বিডিও অফিসে পৌঁছে স্মারকলিপি জমা দেন। তাঁদের দাবির মধ্যে ছিল ১০০ দিনের কাজ চালু, ধান সরকারি মূল্যে ক্রয়, পানীয় জলের সরবরাহ, জোড়হিড়া মেটাল কারখানা পুনরায় চালু ও মজুরদের বকেয়া মজুরি পরিশোধ। পাশাপাশি সাপের কামড়ে কিশোরের মৃত্যুর ঘটনায় দোষী চিকিৎসকের শাস্তির দাবিও জানানো হয়।