গোপীবল্লভপুর ১: চিটামাটিয়া বাগজুলুং ক্লাবের উদ্যোগে ৪০ বছর বয়সীদের নিয়ে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় জয়ী হল বর্ধমানের রেনাসাস টিম
গোপীবল্লভপুর ১ ব্লকের চিটামাটিয়া বাগজুলুং ক্লাবের উদ্যোগে আয়োজিত দুদিনের ৪০ বছরের ঊর্ধ্বে বয়সীদের নিয়ে ফুটবল টুর্নামেন্টের শেষ দিন রবিবার হল ফাইনাল পর্যায়ের খেলা। ফাইনাল খেলায় অংশ নেয় বর্ধমানের রেনেসাস ফুটবল টিম ও ভোলা ফুটবল টিম।খেলার শেষে ২ গোলে জয়ী হল বর্ধমানের রেনেসাস ফুটবল টিম। ফাইনাল খেলার মাঠে এদিন বিকালে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ, বিধায়ক দুলাল মুর্ম্মু,গ্রামপঞ্চায়েত প্রধান,জেলা পরিষদের সদস্য