সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এস আই আরের কাজ কেমন হয়েছে, সঠিক ভাবে মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কিনা, নতুন ভোটারদের নাম সঠিক ভাবে অন্তর্ভুক্ত হয়েছে কিনা তা খতিয়ে দেখেন নির্বাচন কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল। সোমবার সকালে গোসাবার দয়াপুর গ্রামের ২২৬ নম্বর বুথে যান কমিশনের তিন প্রতিনিধি সৌমজিৎ ঘোষ, ভিভোর আগরওয়াল ও বিধান চন্দ্র পাত্র। কথা বলেন গ্রামের মানুষের সাথে। বি এল ও এই এলাকায় ঠিক মতো কাজ করেছেন কিনা সেটা খতিয়ে দেখেন তাঁরা।