খোয়াই: অফিসটিলা ভৈরব টিলাতে বহু বছর পুরনো ঐতিহ্যবাহী উৎসব আগামীকাল; গঙ্গা আনয়ন হলো সন্ধ্যায়
Khowai, Khowai | Nov 28, 2025 অফিসটিলা ভৈরব টিলাতে বহু বছর পুরনো ঐতিহ্যবাহী উৎসব আগামীকাল; গঙ্গা আনয়ন হলো সন্ধ্যায় এদিন রাত আটটা নাগাদ জাঁকজমকপূর্ণভাবে মহিলারা সারিবদ্ধ ভাবে গঙ্গা আনয়ন করে। উল্লেখ থাকে বহু বছর পুরনো ঐতিহ্যবাহী অফিসটিলা ভৈরব টিলাতে অনুষ্ঠিত হয়ে আসছে একদিনের উৎসব। প্রতিবছরই ভালো সংখ্যায় ভক্তবৃন্দদের উপস্থিতি লক্ষ্য করা যায় সকাল থেকে।