পুরাতন মালদা: উলুধ্বনিতে মুখর ৮ মাইল, সমাজসেবক নিতাই মন্ডলের হাতে বস্ত্র পেলেন তিন শতাধিক দুস্থ মানুষ
উলুধ্বনিতে মুখর ৮ মাইল, সমাজসেবক নিতাই মন্ডলের হাতে বস্ত্র পেলেন তিন শতাধিক দুস্থ মানুষ পুরাতন মালদা: রবিবার বিকেল পাঁচটা নাগাদ পুরাতন মালদার ৮ মাইল হাট এলাকায় সমাজসেবক নিতাই মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয় বস্ত্র বিতরণ কর্মসূচি। অনন্য দৃশ্য ধরা পড়ে অনুষ্ঠানে— বস্ত্র নিতে আসা দুস্থ মানুষজন উলুধ্বনি দিয়ে সমাজসেবককে ভালোবাসা জানান। এদিন প্রায় তিন শতাধিক গরিব ও অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দেন নিতাই মন্ডল। তিনি জানান, ধর্ম-বর্ণ নির্বিশেষে উৎসবের আনন্দ স