কুলতলি: সম্প্রীতির বার্তা দিতে ২৫ তম বর্ষের শ্যামা পূজা উপলক্ষে সানকিজাহান সোনার বাংলা সমিতির বাইক র্যালি
সানকিজাহান সোনার বাংলা সমিতির পরিচালনায় , ২৫ তম বর্ষের শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে কুলতলী বিধানসভার বিধায়কের পক্ষ থেকে সানকিজাহান কলোনির সকল গ্রামবাসী বৃন্দকে দীপাবলীর শুভেচ্ছা জ্ঞাপন করার জন্য বর্ণাঢ্য বাইক র্যালি আয়োজন করেন আমাদের প্রতিনিধির ক্যামেরা য়।