রংলী রংলীয়ত: GTA এর বিভিন্ন প্রকল্পের নাম করে ব্যাপক দুর্নীতি করেছে BGPM দার্জিলিং প্রেস গিল্ডে কটাক্ষ GJM এর কেন্দ্রীয় প্রবক্তার
গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনে বিভিন্ন প্রকল্পের নাম করে ব্যাপক দুর্নীতি করেছে BGPM দল। এই দুর্নীতির সাথে জড়িত দলের নেতৃত্বরা। শনিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দার্জিলিং প্রেস গিল্ডে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে BGPM দলকে কার্যত এমন ভাবেই কটাক্ষ করলেন গোর্খা জন মুক্তি মোর্চা দলের কেন্দ্রীয় প্রবক্তা অনিল লেপচা। তিনি বলেন,পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত।