এক অদ্ভুত কান্ড মন্তেশ্বরে। পিপলন পঞ্চায়েতের অন্তর্গত কুলজোড়ার বাসিন্দা কোহিলি সরেন। বার্ধক্য ভাতার টাকায় তিনি প্রতিসন্ধ্যায় ঘরে বসে মদ পান করেন। ছেলে তাঁর মা কে মদ খেতে নিষেধ করায়, এই নিয়ে শুক্রবার সন্ধ্যায় ছেলের সাথে মায়ের বচসা হয়। তাই সবার অলক্ষে বাড়িতে থাকা ধানের ভিটামিন ওষুধ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করে কোহিলি সরেন।