মাথাভাঙ্গা ২ নম্বর ব্লকের পারাডুবি সংলগ্ন এলাকায় মঙ্গলবার বিকেল চারটে নাগাদ স্থানীয়দের একাংশরা অমানবিকভাবে গোরু নিয়ে যাওয়ার সময়ে চারটি টোটো আটক করেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, কোনওরকম সুরক্ষা বা নিয়মকানুন না মেনেই ছোট টোটোর উপর নিষ্ঠুরভাবে গোরুগুলিকে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। যদিও এদিন পরে আটক করা চারটি টোটোর চালক স্থানীয়দের একাংশকে মুচলেকা দিয়ে এসব আর হবে না বলে,স্থানীয়দের বুঝিয়ে টোটো নিয়ে চলে যান।গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পরে।