হাড়োয়া: দূর্গাপূজা উপলক্ষে তেঘরিয়া এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
হাড়োয়া ব্লকের তেঘরিয়া এলাকায় বিদ্যাসাগর সংঘের পরিচালনায় সর্বজনীন দুর্গাপূজা উপলক্ষে বৃহষ্পতিবার রাত সাড়ে আটটা থেকে অনুষ্ঠিত হল বিচিত্রা অনুষ্ঠান।অনুষ্ঠানে নামিদামি শিল্পীদের পাশাপাশি সংগীত পরিবেশন করবেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সোনিয়া মুখার্জি। বিদ্যাসাগর সংঘের প্রতিমা নিরঞ্জন হবে আগামী পরশুদিন অর্থাৎ শনিবার। পূজার কটাদিন সমাজসেবা মূলক কাজের পাশাপাশি বিভিন্ন সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সংঘের পক্ষ থেকে।