কুশোডাঙা গ্রামে ভাগ্নের বউয়ের সঙ্গে বিবাদের জেরে আক্রান্ত হলেন মামী ও তাঁর মেয়ে। জানা গেছে, বিবাদ চলাকালীন হঠাৎই কাটারি নিয়ে মামীর ওপর ঝাঁপিয়ে ভাগ্নে বৌ, তাঁকে বাঁচাতে গেলে আক্রান্ত হন মামী ও তাঁর মেয়ে। জখম অবস্থায় তাঁদের কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য।