সালানপুর: অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী মুখ্য অতিথি রূপে সামিল হলেন আসানসোল কার্নিভালে
অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী মুখ্য অতিথি রূপে সামিল হলেন আসানসোল কার্নিভালে আজ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে দূর্গাপূজার কার্নিভালের আয়োজন করা হয়েছিল কিন্ত আগে থেকে আগাম কিছু জানানো হয় নি যে এই বছর কার্নিভালে কিছু চমক থাকবে কি না। কিন্ত দেখা আজ সন্ধ্যা ৭টায় দেখা গেল হটাৎ এক চমক বাংলা চলচিত্রের জনপ্ৰিয় নায়িকা শুভশ্রী গাঙ্গুলি উপস্থিত হলেন এই দেখে দর্শকদের মধ্যে আরও উৎসাহ বেড়ে যায়