খণ্ডঘোষ: ট্রাঙ্কারের ধাক্কায় মৃত্যু হল বাইক চালকের সেহারা বাজার এলাকায়
আবারও মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। প্রাণ গেল এক বাইক আরোহীর। রবিবার সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিট নাগাদ বর্ধমান–আরামবাগ রাজ্য সড়কের সেহারাবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটে এই মর্মান্তিক ঘটনা।পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তির নাম মুন্সি সেকেন্দার রহমান (৫৯), বাড়ি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ থানার অধীন আদিপুর গ্রামে।