ইটাহার: ইটাহারের শ্রীপুর এলাকায় রাস্তা পার হতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল কালিয়াগঞ্জের এক যুবকের
জাতীয় সড়ক পার হতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক যুবকের। বৃহস্পতিবার রাত আনুমানিক ১১ টায় পথ দুর্ঘটনাটি ঘটেছে ইটাহারের শ্রীপুর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে। পুলিশ জানিয়েছে মৃত যুবকের নাম শ্যামল মার্ডি(২৬)। বাড়ি কালিয়াগঞ্জের কুনোর এলাকায়। জানা যায়, ওই যুবক শ্রীপুর এলাকায় আত্মীয়ের বাড়িতে ঘুরতে এসে রাস্তা পার হতে গিয়ে পথ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় যুবকের। পুলিশ রাতেই দেহ ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যালে পাঠায়। শুক্রবার দুপুরে ময়না তদন্ত করা হয়।