ধনিয়াখালি: গুড়াপের শীতলাতলা এলাকায় গুড়াপ থানার পক্ষ থেকে শারদীয় উৎসব উপলক্ষে সমন্বয় কমিটির বৈঠক হল আজ
গুরাপের শীতলাতলা এলাকায় গুড়াপ থানার পক্ষ থেকে শারদীয় উৎসব উপলক্ষে সমন্বয় কমিটির বৈচক হল আজ। পাশাপাশি অনুষ্ঠিত হয় বারোয়ারী পূজা কমিটিগুলিকে সরকারি চেক প্রদান অনুষ্ঠান। আজ শুক্রবার রাতে নটা নাগাদ অনুষ্ঠান শেষে পুলিশ সূত্রে জানা যায় এদিন ধনিয়াখালীর গুড়াপ থানার পক্ষ থেকে থানা সংলগ্ন শীতলা তলা এলাকায় গুরাপের ৮৪ টি বারোয়ারি পূজা কমিটির কার্যকর তাদের নিয়ে এক সমন্বয় কমিটির বৈঠক আয়োজন করে গুরাপ থানার পুলিশ। এ দিনের এই বৈঠকে উপস্থিত,,