ঝাড়গ্রাম: মোহনপুর আংশিক বুনিয়াদী বিদ্যালয়ের এক শিক্ষিকার বদলি রুখতে স্কুল বন্ধ করে আন্দোলনে পড়ুয়া ও অভিভাবকরা
ঝাড়গ্রাম ব্লকের পাটাশিমুল গ্রাম পঞ্চায়েতের মোহনপুর এলাকার মোহনপুর আংশিক বুনিয়াদী বিদ্যালয়ে এক শিক্ষিকার বদলির নির্দেশকে ঘিরে আন্দোলন শুরু করল স্কুলের পড়ুয়া ও অভিভাবকরা। স্কুলের শিক্ষিকা সোমা মাহাতোর বদলির নির্দেশ শুক্রবার রাতে প্রধান শিক্ষকের কাছে পৌঁছানোর পর বিষয়টি জানাজানি হতেই অভিভাবকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়। শিক্ষিকার বদলি রুখতে সোমবার সকাল থেকে আন্দোলন শুরু করে পড়ুয়া ও অভিভাবকরা।