গোসাবা: গোসাবার জেমসপুরে আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে গেল একটি দোকান শনিবার দিন রাতে, আগুনে পুরে আহত এক
গোসাবার জেমসপুরে আগুনে পুড়ে ভস্মিভূত হয়ে গেল একটি দোকান শনিবার দিন রাত আটটা নাগাদ।দক্ষিণ ২৪ পরগনার গোসোবা ব্লকের সুন্দরবন কোস্টাল থানার অন্তর্গত সাতজেলিয়া গ্রাম পঞ্চায়েতের জেমসপুরে শনিবার দিন রাত আটটা নাগাদ শ্যামাপদ মন্ডল নামে এক ব্যক্তির মুদিখানার দোকানে আগুন লাগে।আগুনের তীব্রতা এতটাই ছিলো যে, ঘন্টা খানেকের মধ্যে সম্পূর্ণ দোকানটি ভস্মিভূত হয়ে যায়। ফলে লক্ষাধিক টাকার মুদি দোকানের সামগ্রী সম্পূর্ণ পুরে নষ্ট হয়ে যায়।শর্ট সার্কিট থেকে দোকানে আগুন লেগেছে