বিহারের এক মানসিক ভারসম্যহীন যুবককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিলো গোসাবা থানার পুলিশ বুধবার বিকেল ৪টা নাগাদ।দক্ষিণ ২৪ পরগনার গোসাবা থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে বালি ২ GP এলাকার বালি বাজার এলাকা থেকে এক মানসিক ভারসম্যহীন যুবককে উদ্ধার করে।পুলিশ সূত্রে খবর বালি বাজার এলাকার মানুষজন এক যুবককে উদ্দেশ্যহীন ঘুরতে দেখে সন্দেহ হওয়ায় প্রথমে এলাকার মানুষজন গোসাবা থানায় খবর দেয়।খবর পেয়ে গোসাবা থানার SI উমাক্রান্ত মিশ্র প্রথমে তাঁকে গোসাবা থানায় নিয়ে আসে।