গোসাবা: কচুখালীর মন্ডল পাড়ায়,৭১নং বুথের তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে SIR এর বিরোধিতায় প্রতিবাদ সভার আয়োজন করা হলো সোমবার বিকালে
কচুখালীর মন্ডল পাড়ায়,৭১নং বুথের তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে SIR এর বিরোধিতায় প্রতিবাদ সভার আয়োজন করা হলো সোমবার বিকেল তিনটে নাগাদ।দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের কচুখালী GPর মন্ডল পাড়ায় ৭১নং বুথের তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে SIR এর বিরোধিতায় প্রতিবাদ সভার আয়োজন করা হলো সোমবার বিকালে।এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন গোসাবা ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক তাপস মন্ডল,কচুখালী অঞ্চল তৃণমূলের সভাপতি দিবাকর মিস্ত্রি,৭১নং বুথের বুথ সভাপতি ভবতোষ মন্ডল।