গোসাবা: গোসাবার সাতজেলিয়াতে RSPর যুব সংগঠন RYF এর আহ্বানে দলীয় কর্মী সমর্থকরা 'অধিকার যাত্রা'র মিছিল করলেন রবিবার দুপরে
সাতজেলিয়াতে অধিকার যাত্রার আহ্বানে একটি মিছিলের আয়োজন করা হয় রবিবার ।আর ওয়াই এফ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির নতুন স্লোগান 'মানছিনা রাষ্ট্রের অবিচার,আনবো অধিকার'এই নয়া স্লোগানের ভিত্তিতে গত ৩১শে আগস্ট থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত কোচবিহার থেকে কলকাতা "অধিকার যাত্রা"র আহ্বান করেছিলো।সেই অধিকার যাত্রার আহ্বানে এদিন RSP ও তার যুব সংগঠন RYF এর কর্মী সমর্থকরা সাতজেলিয়াতে এদিন মিছিল করেন।উপস্থিত ছিলেন RSPর রাজ্য যুব সম্পাদক আদিত্য জোতদার সহ RSP ও RYFকর্মী সমর্থকরা