কুলতলি: ১১ নম্বর জালাবেড়িয়া রামকৃষ্ণ যুব সংঘের ৫২ ফুট কালী প্রতিমা দেখতে এলেন বিধায়ক আইসি সহ একাধিক প্রশাসনিক আধিকারিক
কুলতলীর জালাবেড়িয়া এক নম্বর অঞ্চলের ১১ নম্বর জালাবেড়িয়া কয়ালের মোড় রামকৃষ্ণ যুব সংঘের ৫২ ফুট কালী প্রতিমা দর্শন করতে এলেন, কুলতলীর বিধায়ক গণেশচন্দ্র মন্ডল এছাড়া কুলতলী থানার আইসি সহ একাধিক পুলিশ কর্মী। এ বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলে হয়ে কুলতলী বিধানসভার বিধায়ক কি জানালেন শুনুন তারই মুখ থেকে।