বলরামপুর: সুপুরডি গ্রামে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
সাত সকালেই যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার বলরামপুর থানার সুপুরডি গ্রামে।মৃত যুবকের নাম সুমন মাহাতো বয়স আনুমানিক ১৯ বছর বাড়ি বলরামপুর থানার ঢেবরিডি গ্রামে, তবে মৃত যুবক দীর্ঘদিন সুপুরডি গ্রামে মামার বাড়িতে থাকতো। তদন্তের স্বার্থে পুলিশ দেহ ময়না তদন্তে পাঠায়।