গোসাবা: সাধুপুরে,লাহিড়ীপুর অঞ্চল তৃণমূলের নেতৃত্ব কর্মী সমর্থকদের নিয়ে SIR এর বিরোধিতায় প্রতিবাদ সভার আয়োজন করা হলো বৃহস্পতিবার
দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের লাহিড়ীপুর GPর সাধুপুরে লাহিড়ীপুর অঞ্চল তৃণমূলের নেতৃত্ব কর্মী সমর্থকদের নিয়ে SIR এর বিরোধিতায় প্রতিবাদ সভার আয়োজন করা হলো বৃহস্পতিবার বিকালে।এদিনের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের ডেপুটি স্পিকার অনিমেষ মন্ডল,লাহিড়ীপুর GP র প্রধান কবিতা সরদার, উপ প্রধান প্রবীর মন্ডল, অঞ্চল তৃণমূলের সভাপতি বিকাশ মন্ডল সহ গ্রাম পঞ্চায়েত এলাকার সমস্ত সদস্য অঞ্চল নেতৃত্বরা।